মোহনপুরে রামকৃষ্ণ সংঘ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
মোহনপুরের রামকৃষ্ণ সংঘ ক্লাবে রক্তদানের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা পালন
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-মোহনপুরের শনিতলা স্থিত রামকৃষ্ণ সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। এই রক্তদান শিবিরে ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মোহনপুরে বিধায়ক তথা বিদ্যুৎ,কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এই রক্তদান শিবিরে মন্ত্রী ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি এলাকার যুব সমাজকে আহবান করেন এই ধরনের শিবির নিয়মিত এলাকার সংঘটিত করতে। তিনি বলেন যেহেতু রক্ত তৈরীর কোন বিকল্প পথ আমাদের হাতে নেই, তাই রক্তদানের মধ্য দিয়েই মানুষকে বাঁচাতে আমাদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং অন্যান্যরা।
What's Your Reaction?