মোহনপুরে অটল কাপ সিজন ২ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করলেন মন্ত্রী
দ্যা ফ্যাক্ট :- অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিজেপি মোহনপুর মন্ডল আয়োজিত অটল কাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে রবিবার। ব্যাটে বলে সংযোগ ঘটিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন এই ক্রিকেট টুর্নামেন্টের। মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সূচনা হয়েছে এই টুর্নামেন্ট।
৬০ টির বেশি দল নিয়ে শুরু হয়েছে অটল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই বছর বিজয়ী দলের জন্য পুরস্কার রাখা হয়েছে অলটো গাড়ি। অন্যদিকে রানার্সআপ দলের জন্য পুরস্কার রাখা হয়েছে পালসার ১২০ বাইক। পাশাপাশি রয়েছে অন্যান্য পুরস্কার। এদিন পায়রা এবং বেলুন উড়িয়ে খেলার সূচনা করেছেন মন্ত্রী।
উদ্বোধক এর ভাষণে মন্ত্রী বলেন আমাদের সমাজে সবচাইতে বড় শত্রু হয়েছে ড্রাগস। এই ড্রাগ আমাদের ছেলেমেয়েদের শেষ করে দিচ্ছে। একজন খুনির চাইতেও ড্রাগস ব্যবসায়ী বেশি খারাপ। কারণ একজন খুনি এক ব্যক্তিকে খুন করে। কিন্তু ড্রাগ ব্যবসায়ী সম্পূর্ণ সমাজকে ধ্বংস করে দেয়। সমাজের সমস্ত অংশের মানুষকে ড্রাগসের বিরুদ্ধে সচেতন হবার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। অন্যদিকে খেলায় অংশগ্রহণকারী সমস্ত দলকে নিয়ম শৃঙ্খলা মেনে খেলায় অংশগ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিন মাঠে গিয়ে সমস্ত প্লেয়ারদের সাথে হাত মিলিয়েছেন মন্ত্রী সমেত অন্যান্য অতিথিরা। পাশাপাশি প্লেয়ারদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন মন্ত্রী।
এদিনের উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, জেলা পরিষদের সদস্য জয় লাল দাস, সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা সহ অন্যান্যরা।
What's Your Reaction?