পলো টাওয়ারের মন্ত্রীর নিরাপত্তা কর্মীকে মারধর, আটক TPSC-র চেয়ারম্যান
আগরতলায় হোটেল পলো টাওয়ারে মন্ত্রী সুশান্ত চৌধুরী নিরাপত্তা কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে টিপিএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে। পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য উচ্চ পদার্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে আটক করেন চেয়ারম্যানকে।
দ্যা ফ্যাক্ট:- আগরতলায় হোটেল পলো টওয়ারে একটি কর্মসূচিতে এসেছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কর্মসূচি শেষে যাওয়ার সময় হোটেলের মূল ফটকের সামনে রাখা ছিল টিপিএসসির চেয়ারম্যান কর্নেল কোষ কুমার শর্মার গাড়ি। মন্ত্রী নিরাপত্তা কর্মী সেই গাড়ি সরানোর কথা বললে চেয়ারম্যান সাহেব নিরাপত্তা কর্মীকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠেছে। ঘটনা চলে আসেন ত্রিপুরা পুলিশের আইজিপি, পুলিশ সুপার এবং অন্যান্যরা।
নিজের গাড়ি সরাতে অসম্মতি প্রকাশ করেন টিপিএসসির চেয়ারম্যান কর্নেল কোষ কুমার শর্মা। এই বিষয়টিকে কেন্দ্র করে হোটেল পোলো টাওয়ারে মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিরাপত্তা কর্মীকে মারধোর করার অভিযোগ উঠেছে কর্নেলের বিরুদ্ধে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিকরা। আটক করা হয় চেয়ারম্যান এবং উনার ছেলেকে। যদিও রাতে এই বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ এবং অভিযুক্ত কর্নেল মিডিয়ার সামনে মুখ খুলতে চাইনি।
What's Your Reaction?