এডি নগর থানা এলাকায় চুরি যাওয়া বাইক স্কুটি উদ্ধার, গ্রেফতার ১ অভিযুক্ত
এডিনগর থানা এলাকা থেকে বাইক এবং চুরি কান্ডের সাথে জড়িত থাকার দায়ে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযুক্তকে পাঠানো হয়েছে আদালতে।
দ্যা ফ্যাক্ট :- বিভিন্ন সময় চুরি যাওয়া স্কুটি বাইক সমেত এক অভিযুক্তকে গ্রেপ্তার করল এডিনগর থানার পুলিশ। অভিযুক্তকে শনিবার পাঠানো হয়েছে আদালতে। ধরনা করা হচ্ছে তার সাথে আরও একাধিক ব্যক্তি এই চুরি কান্ডের সাথে জড়িত থাকতে পারে।
বিভিন্ন সময় এডি নগর থানা এলাকা থেকে বাইক এবং স্কুটি চুরি হবার বিষয়ে অভিযোগ করা হয়েছিল পুলিশে। সেই অভিযোগ হাতে পেয়ে মাঠে নামে পুলিশ। অবশেষে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া দুটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এই সাফল্যকে কেন্দ্র করে বাইক মালিক নিজের বাইক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি পুলিশ প্রশাসন ভালো কাজ করার জন্য অভিনন্দন জ্ঞাপন করেছেন তিনি। তবে এই চুরি কান্ডের গোটা গ্যাং জালে তোলার দাবি তুলেছেন বাইক মালিকরা।
What's Your Reaction?