মেলার মাঠে ব্যবসায়ী আক্রান্তের ঘটনায় ৪ টিএসআর জোয়ান ক্লোজ
মোবাইল ব্যবসার দোকানে ঢুকে আক্রমণের ঘটনায় চারজন টিএসআর জওয়ানদের বাহিনী সদর কার্যালয়ে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন এসপি।
দ্যা ফ্যাক্ট:- মেলার মাঠে মোবাইল ব্যবসায়ীকে ছুরির আঘাতে গুরুতর জখম করার ঘটনায় ৪ টিএসআর জওয়ানকে সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। বুধবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের জানিয়েছেন জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। বর্তমানে দোকান মালিক এবং অভিযুক্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জিবিপি হাসপাতালে।
মঙ্গলবার সন্ধ্যা রাতে মেলার মাঠের মোবাইল ব্যবসায়ী হরিশংকর সাহার দোকানে যান রাহুল রায়। সেখানে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, এরপর রাহুল রায় ছুরি দিয়ে গুরুতর জখম করেন হরিশংকরকে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও জনতা। উত্তেজিত জনতা অভিযুক্ত রাহুল রায়কে বেধড়ক মারধর করে। আক্রমণের সময় কাছাকাছি ছিলেন কয়েকজন টিএসআর জওয়ান। স্থানীয়দের অভিযোগ, উক্ত জওয়ানরা আক্রমণের সময় যথাযথ পদক্ষেপ নেননি। বিশেষ করে সামাজিক মাধ্যমে এই সমালোচনার ঝড় উঠেছে। আপাতত চারজন টিএসআর জওয়ানকে বাহিনীর সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে জানান, এই বিষয়ে সদরের এসডিপিওকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করে দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য। পাশাপাশি পুলিশ কর্মীদের কোন গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।
What's Your Reaction?