পুলিশের মারে নিহত যুবকের লাশ নিয়ে মনু থানা ঘেরাও
পুলিশ হেফাজতে চুরি করার অভিযোগে ২ যুবককে পিটিয়ে আহত করল পুলিশ। মৃত্যু হল এক যুবকের। লাশ নিয়ে মনু থানা ঘেরাও করলো গ্রামবাসী।
দ্যা ফ্যাক্ট :- মনু থানায় চোর সন্দেহে মারধর করায় মৃত্যু হয়েছে যুবকের । মৃতের নাম বাদল ত্রিপুরা (৩৮) আজ ভোরে মৃত্যু হয়েছে তার। মৃতদেহ নিয়ে মনু থানা ঘেরাও করেছে পরিবার এবং এলাকার মানুষ। উল্লেখ্য ইতিমধ্যেই এই ঘটনার সাথে জড়িত এক সাব ইন্সপেক্টর সহ একাধিক এসপিওর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে জেলার পুলিশ সুপার।
গত রবিবার সাব্রুমের মনু থানা এলাকাতে চুরি করার দায়ে দুই অভিযুক্তকে পাকড়াও করে আনে পুলিশ। অভিযুক্তরা হল বাদল ত্রিপুরা এবং চিত্তরঞ্জন ত্রিপুরা। অভিযোগ থানাতে আনার পর এই দুজনকে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করেছে কর্তব্যরত পুলিশ। অভিযুক্ত পুলিশ আধিকারিকরা হল সাব ইন্সপেক্টর প্রেমজিত রায়, এসপিও শ্যামল দাস, থৈলাসা মগ ও রোঙ্গ মগ। ২ যুবককে শারীরিক নিগ্রহ করার পর আদালতে না পাঠিয়ে পর দিন জামিনে ছেড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এরই মধ্যে আজ ভোররাতে মৃত্যু হয়েছে বাদল ত্রিপুরার। বৃহস্পতিবার সকালে বাদল ত্রিপুরার মৃতদেহ নিয়ে মনু থানার সামনে বিক্ষোভে সামিল হয়েছে এলাকাবাসী। দাবি করা হয়েছে তার মৃত্যুর পেছনের দায়ী পুলিশ কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার। এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে এলাকা জুড়ে। যদিও পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।
What's Your Reaction?