মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল যুব মোর্চা মোহনপুর মন্ডল

যুব মোর্চা মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার। এদিন মোহনপুর পঞ্চায়েত সমিতি প্রাঙ্গনে সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।

Aug 21, 2025 - 23:58
Aug 22, 2025 - 00:55
 0  13
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল যুব মোর্চা মোহনপুর মন্ডল
কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিলেন মন্ত্রী রতন লাল নাথ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- "মেধা প্রত্যেকের ভেতর আছে। সেই মেধাকে যে যত বেশি কাজে লাগাবে সে তত বেশি সফল হবে। আর যে দেশের শিক্ষার্থীর যত বেশি সফল হবে সেই দেশ তত বেশি সমৃদ্ধ হবে"। বৃহস্পতিবার যুব মোর্চার মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বললেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা কৃতকার্য হয়েছে তাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করেছে যুব মোর্চা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি মানবিক হতে হবে। আধ্যাত্মিকতা এবং দেশাত্মবোধ থেকে দূরে গেলে চলবেনা। বিশেষ করে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। 

আহ্বান করেছেন যে যেই শিক্ষা এবং কাজের সাথে জড়িত সেটাকে ভালোভাবে করার জন্য। প্রত্যেকে পড়াশোনার পাশাপাশি যে কোন একটা হাতের কাজ শেখার আহ্বান করেছেন মন্ত্রী। জীবনে কোনদিন যাতে বেকার শব্দ জীবনের সাথে যুক্ত না হয় তার জন্যই এই হাতের কাজের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে শিক্ষার্থীদের অবগত করলেন মন্ত্রী রতন লাল না। তিনি আরো বলেন গোটা ভারতবর্ষে বর্তমানে যে শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে তার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের ১১ টা দেশ ভারতের এই শিক্ষানীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে উপহার তুলে দিলেন মন্ত্রী রতনলাল নাথ। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মন্ডল সভাপতি কার্তিক আচার্য, যুব মোর্চার মন্ডল সভাপতি চন্দ্র কুমার শীল দাস, মোহনপুর পুর পরিষ চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow