সরকারি রাস্তা দখল করে অর্কেস্ট্রা কালীবাজারে, দর্শক পুলিশ

দুর্গাপূজার নীতি নির্দেশিকাকে কলাপা বানিয়ে সরকারি রাস্তায় অর্কেস্ট্রা

Oct 25, 2023 - 00:18
 0  63
সরকারি রাস্তা দখল করে অর্কেস্ট্রা কালীবাজারে, দর্শক পুলিশ
যাতায়াতে সমস্যা তৈরি করে জলসার আয়োজন করলো কালীবাজার ব্যবসায়িক সমিতি। ছবি- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-বিগত দুইদিন যাবত যাতায়াতের রাস্তা বন্ধ করে অর্কেস্ট্রা অনুষ্ঠিত হলো কালী বাজারে। কালীবাজার থেকে নোয়াগাঁও হয়ে কামালঘাট যাওয়ার রাস্তায় এই অর্কেস্ট্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে আশপাশ এলাকার দূর্গা পূজার আয়োজকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।মজার বিষয় হলো এই অবৈধ কার্যকলাপ লাঠি হাতে পাহাড়া দিলো বামুটিয়া ফাঁড়ির পুলিশ।

              মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য প্রশাসনের নিয়ম নির্দেশিকাকে কলাপাতা বানিয়ে মাঝ রাস্তায় অর্কেস্ট্রা অনুষ্ঠিত হলো কালী বাজারে। অষ্টমী এবং নবমীর রাতে কালীবাজার থেকে নোয়াগাঁও হয়ে কামালঘাট যাওয়ার রাস্তায় অনুষ্ঠিত হয় এই অরকেস্ট্রা। কাঠের স্ট্রাকচার দিয়ে স্টেজ বানিয়ে হলো এই অবৈধ অরকেস্টা। রাস্তার ওপর এই অনৈতিক কার্যকলাপকে কেন্দ্র করে যান চলাচলের বন্ধ হয়ে যায়। কালীবাজার যুব সমিতি এই পূজার আয়োজন করেছিল। যার পৃষ্ঠপোষকতায় রয়েছে কালীবাজার ব্যবসায়িক সমিতি। যে এলাকার মানুষদের দ্বারা এই বাজার টিকে আছে সেই মানুষদের অর্কেস্ট্রার নামে নাজেহাল করল কালীবাজার ব্যবসায়িক সমিতি। অন্যদিকে কামালঘাট, শান্তিপাড়া, নোয়াগাঁও, কালাপানিয়া, খোলাবাড়ি সমেত বিভিন্ন গ্রামের মানুষদের যানবাহন নিয়ে চলাচল করার জন্য প্রায় দেড় কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুর পথে যাতায়াত করতে হয়েছে। পূর্ত দপ্তরের রাস্তা দখল করে অরকেস্ট্রা করার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এসডিও শ্রীভাস বনিক বলেন রাস্তা বন্ধ করে অরকেস্ট্রা করার বিষয়ে পূর্ত দপ্তর থেকে কোন বৈধ অনুমতি পত্র নেয়নি আয়োজকরা। অন্যদিকে বামুটিয়া ফাঁড়ির ওসি সঞ্জয় দেববর্মা বলেন এই বিষয়ে কোন অনুমতির জন্য উনার কাছেও আবেদন করা হয়নি। দুই আধিকারিকের বক্তব্য থেকে এটা স্পষ্ট কালীবাজার ব্যবসায়িক সমিতি গায়ের জোরে সম্পূর্ণ অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে এই অরকেস্ট্রা অনুষ্ঠিত করেছে। প্রশ্ন উঠছে এই অবৈধ অরকেস্টা অনুষ্ঠানকে পুলিশ প্রশাসন কিভাবে নিরাপত্তা প্রদান করল? বামুটিয়া ফাঁড়ির ওসি সঞ্জয় দেববর্মার এলাকায় এত বড় অবৈধ কার্যকলাপ প্রকাশ্যে ঘটে গেল আর তিনি কোন ধরনের পদক্ষেপে নিলেন না। প্রশ্ন উঠছে বামুটিয়া পুলিশ ফাঁড়ির বড়বাবুর দায়িত্ব জ্ঞানকে কেন্দ্র করে। স্থানীয়দের দাবি কালীবাজার ব্যবসায়িক সমিতি যে অবৈধ ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুক। পাশাপাশি পূজা কমিটিতে থাকা দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow