বিশ্ব বন্ধুর প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ রাজিব ভট্টাচার্য, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা শোক ব্যক্ত করেছেন।
দ্যা ফ্যাক্ট :- বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গোটা রাজ্যজুড়ে শোকের ছায়া। উনার প্রয়াণকে কেন্দ্র করে সমবেদনা জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উনার মৃত্যুতে দল এবং সরকারের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিশ্ব বন্ধুর প্রয়ানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের তরফে শোক ব্যক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশ্ববন্ধু সেনের প্রয়াণে অত্যন্ত মর্মাহত বলে জানিয়েছেন।
পাশাপাশি দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য দুঃখ প্রকাশ করেছেন মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে।
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন বিধানসভার ভেতর বিশ্ববন্ধু সেনের সাথে অনেকবার বাকবিতণ্ডা হয়েছে। কিন্তু বিধানসভার বাইরে কোনদিন উনার সাথে মনোমালিন্য হয়নি। উনার প্রয়াণে পরিবার এবং দলের প্রতি সমবেদনা জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।
পাশাপাশি রাজ্যের অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং নেতৃত্বরা সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্ববন্ধু সেনের প্রয়াণকে কেন্দ্র করে।
What's Your Reaction?