বিদ্যাজ্যোতি নয়, TBSC-র দাবিতে ঈশানপুরে পথ অবরোধ শিক্ষার্থী ও অভিভাবকদের

ঈশানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এবং পরিকাঠামো গত অভাবের প্রতিবাদে পথে নেমে আন্দোলন।

Sep 20, 2024 - 23:16
Sep 21, 2024 - 16:15
 0  21
বিদ্যাজ্যোতি নয়, TBSC-র দাবিতে ঈশানপুরে পথ অবরোধ শিক্ষার্থী ও অভিভাবকদের
ঈশানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে বিদ্যাজ্যোতির পরিবর্তে টিবিএসসি চালুর দাবিতে পথ অবরোধ।

 দ্যা ফ্যাক্ট :- বিদ্যাজ্যোতি স্কুলে পর্যাপ্ত শিক্ষক এবং পরিকাঠামো না থাকায় অবশেষে বাধ্য হয়ে পথ অবরোধে বসলো শিক্ষার্থী এবং অভিভাবকরা। ঘটনা সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত ঈশানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শুক্রবার এই বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি তালিকাভুক্ত থেকে বাতিল করে টিবিএসসির আওতায় আনার দাবি জানিয়েছে অবরোধকারীরা।

সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত ঈশানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এলাকাবাসীর জন্য একটি ভরসার স্থান। এই বিদ্যালয়টিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে, কিন্তু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষকের অভাবে পঠন-পাঠনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। শুক্রবার একপ্রকার বাধ্য হয়েই আগরতলা-সিমনা সড়ক অবরোধ করে শিক্ষার্থী এবং অভিভাবকরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে, ফলে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না। পাশাপাশি বিদ্যালয়ে লাইব্রেরি, ল্যাবরেটরি এবং বিভিন্ন পরিকাঠামোগত দুর্বলতা রয়েছে।

অন্যদিকে, অভিভাবকরা অভিযোগ করেন, ছেলেমেয়েদের ভালোভাবে পড়াশোনা করানোর লক্ষ্যে বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন তারা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না। শিক্ষক এবং শিক্ষার অভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারমুখী।

অভিভাবকরা দাবি করেন, এই বিদ্যালয়টিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় থেকে পুনরায় TBSC-র আওতায় আনা হোক। এদিনের পথ অবরোধকে কেন্দ্র করে এলাকার যান চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow