আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে YTF

বাংলাদেশে সংখ্যালঘু ও উপজাতি সম্প্রদায়ের উপর নিপীড়নের প্রতিবাদে আগরতলায় পথে নামবে ওয়াইটিএফ।

Sep 20, 2024 - 23:59
Sep 20, 2024 - 23:59
 0  23
আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে YTF
বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে ওয়াইটিএফের সাংবাদিক সম্মেলন।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতি সম্প্রদায়ের মানুষের ওপর আক্রমণকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে ওয়াইটিএফ। শনিবার সকাল থেকে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে সংগঠন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সম্প্রতি গোটা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং উপজাতিদের ওপর ব্যাপক অত্যাচার শুরু হয়েছে। নতুন তথাকথিত স্বাধীন বাংলাদেশের উল্লাসের অঙ্গ হিসেবেই এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। এই অত্যাচারের প্রতিবাদে শনিবার আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে ওয়াইটিএফ। এদিন সকাল ১২ টা থেকে শুরু হবে এই বিক্ষোভের আনুষ্ঠানিক সূচি। গোটা রাজ্য থেকে সমর্থকরা উপস্থিত হবেন এই কর্মসূচিতে। শুক্রবার সন্ধ্যায় আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। পাশাপাশি, বাংলাদেশে এই ধরনের আক্রমণকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করা হয়েছে এদিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow