বামুটিয়া ব্লকে অবশিষ্ট ১০টি পঞ্চায়েত ও সমিতির মনোনয়ন দাখিল করল BJP তিপ্রামথা

গোটা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির একছত্র জয় হতে চলেছে। মামুটিয়া ব্লকে দাবি মন্ত্রী রতন লাল নাথের।

Jul 19, 2024 - 02:48
Jul 19, 2024 - 02:53
 0  49
বামুটিয়া ব্লকে অবশিষ্ট ১০টি পঞ্চায়েত ও সমিতির মনোনয়ন দাখিল করল BJP তিপ্রামথা
বামুটিয়া ব্লকে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে বিজেপি প্রার্থীরা দাখিল করল মনোনয়ন ।

দ্যা ফ্যাক্ট:- বামুটিয়া ব্লকে অবশিষ্ট দশটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন বৃহস্পতিবার। এই দিন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে সমস্ত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। পাশাপাশি শরিক দল তিপ্রামথা ৪ টি আসনে পঞ্চায়েত সদস্য হিসেবে মনোনয়ন দাখিল করেছে। গোটা রাজ্যে দলীয় প্রার্থীদের একছত্র জয় হতে চলেছে বলে দাবি করলেন মন্ত্রী রতন লাল নাথ।

                বামুটিয়া ব্লকের অন্তর্গত ২০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০ টি গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা আগেই মনোনয়ন দাখিল করেছিল। বৃহস্পতিবার বাকি দশটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের পূর্বে এলাকার বিভিন্ন পথ মিছিল করে পরিক্রমা করেছে মনোনীত প্রার্থী ও দলীয় কর্মী সমর্থকরা।এইদিন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে একছত্র জয় পাবে বিজেপি। রাজ্যের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা আসন পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামথা দলকে শরিক হিসেবে সাথে নিয়ে লড়াই করার বিষয়টিকে একটি শুভ ইঙ্গিত বলে দাবি করেছেন মন্ত্রী। রাজ্য সমস্ত অংশের মানুষের উন্নয়নের স্বার্থে আগামী দিনে কাজ করা হবে বলেও আশা ব্যক্ত করলেন মন্ত্রী। এদিন মনোনয়ন দাখিল কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়ার মন্ডল সভাপতি বিজু পাল, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, টিটিএএডিসির ইএম রুনিয়ায়াল দেববর্মা সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow