বামুটিয়ায় উদ্ধার হল পুরানো শেল,ধারনা মুক্তিযুদ্ধে ব্যবহৃত হতো এগুলো
বামুটিয়ার রাঙ্গুটিয়া রঞ্জিত পাঠশালা স্কুল সংলগ্ন এলাকার থেকে উদ্ধার ২৭ টি শেল

দ্যা ফ্যাক্ট :- মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল দীর্ঘদিনের পুরানো শেল(বিস্ফোরক)। ১ টি বা ২ টি নয়।মোট ২৭ টি শেল উদ্ধার হয়েছে মাটির নিচ থেকে। ঘটনা বামুটিয়ার রঞ্জিত পাঠশালা স্কুল সংলগ্ন এলাকায়। ধারণা করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা এই শেললগুলো ব্যবহারের জন্য এনেছিল। তবে বেশিরভাগ বিকল হয়ে গেছে বলে ধারণা।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সীমান্তে ভারতীয় সেনাবাহিনী ক্যাম্প তৈরি করে যুদ্ধ করেছিল। বামুটিয়া এলাকার রাঙ্গুটিয়া, বরজুস, জলিলপুর সহ বিভিন্ন অঞ্চল দিয়ে সেনাবাহিনী যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। সেই সময়ের সেনাবাহিনীর বহু বাংকার এখনো জঙ্গলে দেখতে পাওয়া যায়। বৃহস্পতিবার রাঙ্গুটিয়ার রঞ্জিত পাঠশালা স্কুল সংলগ্ন দুলাল নমঃর বাড়িতে শ্রমিকরা মাটি কাটার সময় এই বিস্ফোরকগুলো উদ্ধার হয়। সমস্ত বিস্ফোরক জং ধরে বিকল হয়ে গিয়েছে। ঘটানা স্হলে পৌঁছায় সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ান এবং পুলিশ। পরে পুলিশ এসে বিস্ফোরকগুলো উদ্ধার করে নিয়ে যায়।
What's Your Reaction?






