বামুটিয়া ব্লকের TRLM- থেকে বলপেন তৈরির প্রশিক্ষণ নিয়ে রোজগারের নতুন দেশায় মহিলারা
বামুটিয়া ব্লকের অন্তর্গত দুর্যনগর এলাকায় বলপেন তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মহিলাদের। বৃহস্পতিবার মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে শংসাপত্র। এই প্রশিক্ষণ গ্রহণ করে নতুন রোজগারের মাধ্যমে আত্মনির্ভরতার পথে আত্মবিশ্বাসী মহিলারা।

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া ব্লকের টিআরএলএম এর উদ্যোগে এসএফজেকে এনএফসির সদস্যাদের বলপেন তৈরীর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দেওয়া হয়েছে সার্টিফিকেট। দুর্জনগরে বামুটিয়া ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যদের উপস্থিতিতে প্রদান করা হয়েছে সার্টিফিকেট।
মহিলাদের আত্মনির্ভর করা এবং বিকল্প রোজগারের পথ দেওয়ার লক্ষ্যে প্রদান করা হয়েছে বলপেন তৈরীর প্রশিক্ষণ। একটি ব্যতিক্রমী কাজের মাধ্যমে মহিলারা অনেকটাই বাড়তি রোজগার করতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন। মোট ২০ জনকে দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ। বহিঃ রাজ্য থেকে কিনে আনতে হয় কাঁচামাল। এখানে বাকি কাজ সেরে মার্কেটিং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার যারাই এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন উনাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে সার্টিফিকেট। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, বড়জলার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?






