বাইক রাখাকে কেন্দ্র করে তিন বন্ধুর হাতে আক্রান্ত স্বামী স্ত্রী
বাইক রাখার কেন্দ্র করে স্বামী এবং স্ত্রীকে মেরে পুলিশের খাতায় নাম উঠলো তিন অভিযুক্তের।
দ্যা ফ্যাক্ট :- কাঞ্চন মালায় স্বামী এবং স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনা সংগঠিত হয়েছে রবিবার। এই বিষয়ে আমতলী থানাতে অভিযোগ দায়ের করেছেন নিগৃহিতা। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গৃহবধূ রত্না বিশ্বাস।
রবিবার কাঞ্চনমালা বাজার সংলগ্ন গৌতম সরকারের বাড়ির সামনে বাইক রাখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয় প্রিয়তম সরকার ও গৌতম সরকারের মধ্যে। এরই মধ্যে প্রিয়তম সরকার ফোন করে তাঁর আরো দুই বন্ধুকে ঘটনাস্থলে ডেকে আনে। বন্ধুরা হল রাকেশ দেবনাথ এবং পিন্টু দাস। অভিযোগ তিন বন্ধু মিলে গৌতম সরকারকে মারধর শুরু করে। উনাকে বাঁচাতে ছুটে যান গৌতম সরকারের স্ত্রী রত্না বিশ্বাস। অভিযুক্তরা রত্না বিশ্বাস কেউ বেধড়ক মারধোর করার পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রত্না বিশ্বাস। এই বিষয়ে রবিবার বিকেলে আমতলী থানাতে তিন অভিযুক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রত্না বিশ্বাস। দাবি করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।
What's Your Reaction?