৩ টি ফৌজদারী আইন নিয়ে সাংবাদিক সম্মেলন স্বরাষ্ট্র দপ্তরের সচিবের
নতুন ৩টি ফৌজদারি আইনের গুনাগুন নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন স্বরাষ্ট্র দপ্তরের সচিব
দ্যা ফ্যাক্ট :- আগামী ১লা জুলাই থেকে দেশে কার্যকর হতে চলেছে নতুন তিনটি ফৌজদারি আইন। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি আইনজীবীদের সংগঠনের তরফে এই আইনের বিরোধিতা করা হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শনিবার স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করে এই আইনের ভালো দিকগুলো তুলে ধরা হয়েছে জনসমক্ষে।
বিগত বেশ কিছুদিন যাবৎ গোটা দেশে যে তিনটি নতুন ফৌজদারি আইন লাগে হতে চলেছে তাকে কেন্দ্র করে এক যুগে প্রতিবাদের সামিল হয়েছে। দাবি করা হয়েছিল এই আইনগুলো বাতিল করার জন্য। কিন্তু শুরু থেকেই সরকার এই আইনের দিকরারকগুলো সম্পর্কে দপ্তরের আধিকারিকদের সচেতন জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে এই সচেতনতা জনগণের স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র দপ্তরের সচিব আর কে চক্রবর্তী বলেন এই আইনে বলা হয়েছে ১২ বছরের কম নাবালিকা ধর্ষণ হলে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পাশাপাশি বিচারের শুনানি শেষ হলে ৪৫ দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে। অন্যদিকে তিনি আরো বলেন যে সমস্ত অপরাধের ক্ষেত্রে অপরাধী তিন বছরের কম সাজা হয় সে ধরনের অপরাধীদের গ্রেফতার করার জন্য নূন্যতম অতিরিক্ত পুলিশ সুপারের অনুমতি নিতে হবে। এই আইনের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ১লা মে থেকে আইন গোটা দেশে কার্যকরের পাশাপাশি ত্রিপুরাতেও সঠিকভাবে কার্যকর করার জন্য সমস্ত ধরনের উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়ে গেছে।
What's Your Reaction?