বাইকে ধাক্কা দিয়ে গজ পাড়ায় আটক গাভী বুঝাই গাড়ি, ঘেরাও TSR ক্যাম্প
কল্যাণপুর থানা এলাকায় বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে আসা গাভী বোঝাই একটি গাড়িকে আটক করা হয়েছে সিধাই থানা এলাকাতে। সমস্যার সমাধান হয় আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে।
দ্যা ফ্যাক্ট :- কল্যাণপুরের নালং বাড়িতে বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে আসে গাভী বুঝাই একটি গাড়ি। পরবর্তী সময়ে সিধাই থানার অন্তর্গত গজ পাড়া এলাকায় আটক করা হয় গাড়িটিকে। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় গাড়িতে। মারধর করা হয় গাড়ি চালককে। ঘেরাও করা হয় গজ পাড়া টিএসআর ক্যাম। ঘটনাস্থলে পৌঁছায় দুই থানার পুলিশ বাহিনী। অবশেষে এক লক্ষ টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হয় গাড়ি এবং চালককে।
সোনামুড়া এলাকার টিআর ০১জেড ১৯৫০ নাম্বারের একটি গাড়ি কল্যাণপুর এলাকা থেকে গাভী নিয়ে বড়কাঁঠাল অভিমুখে রওনা দেয় বুধবার। এদিন সকাল আনুমানিক দশটা নাগাদ দালাং বাড়ি এলাকায় বাইকে ধাক্কা দেয় গাড়িটি। এই বাইকে ছিলেন সমিত দেববর্মা এবং উনার মেয়ে কার্তিকা দেববর্মা। মেয়েটি স্কুল শেষে বাড়ি ফিরছিল বাবার সাথে। তাদেরকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এদিকে স্থানীয় জনতা পিছু করে গাড়িটির। খবর দেওয়া হয় গজপাড়া এলাকায় স্থানীয় জনতাকে। এখানে আটক করা হয় এই গাড়িটি। গাড়ি চালক প্রাণ বাঁচাতে গাড়িটি ঢুকিয়ে দিয়ে গজপাড়া টিএসআর ক্যাম্পের ভেতর। সেখানে উত্তেজিত জনতা জোড় হয়ে গাড়িতে ভাঙচুর চালায়। মারধর করা হয়েছে গাড়ি চালককে। খবর পেয়ে ঘটনা স্হলে পৌঁছায় সিধাই ওসি মঙ্গেশ পাটারি এবং পুলিশ বাহিনী। অন্যদিকে কল্যাণপুর থানার ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিক ছুটে আসন ঘটনাস্থলে। প্রাথমিকভাবে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ। স্থানীয়দের তরফে গাড়ি মালিকের নিকট দাবি করা হয়েছে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। দীর্ঘ সময় আলোচনার পর এক লক্ষ টাকায় দুপক্ষের মধ্যে মধ্যস্থতা হয়। তারপরই টাকা হাতে পেয়ে ঘাতক গাড়ি এবং অভিযুক্ত চালককে ঘটনাস্থল থেকে যেতে দেয় স্থানীয়রা। তবে এদিন আরক্ষা বাহিনী সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে আরও বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটায় সম্ভাবনা ছিল।
What's Your Reaction?