ডুম্বুর জলাশয় থেকে উদ্ধার আরও এক মৎস্যজীবীর দেহ, দাবি তদন্তের

ডুম্বুর জলাশয়ে তলিয়ে যাওয়া চার মৎস্যজীবীর মধ্যে সর্বশেষ ১ জনের দেহ উদ্ধার করা হয়েছে সোমবার।

Mar 26, 2024 - 00:37
 0  36
ডুম্বুর জলাশয় থেকে উদ্ধার আরও এক মৎস্যজীবীর দেহ, দাবি তদন্তের
উদ্ধার হওয়া দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার সহ গ্রামবাসী।

দ্যা ফ্যাক্ট:-ডুম্বুর জলাশয় ঝড়ের কবলে পড়ে তলিয়ে যাওয়া আরো এক দেহ উদ্ধার করল এনডিআরএফ। সোমবার সঞ্জিত নন্দী নামে এক মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট চার জনের দেহ উদ্ধার হয়েছে ডুম্বুর জলাশয়ের সদাই নন্দপাড়া থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

              গত শনিবার রাতে অন্যান্য দিনের মতো ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন চারজন মৎস্যজীবী। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় মৎস্যজীবীরা আশ্রয় নিয়েছিলেন জলাশয়ের উপর ভাসমান ফিস কালচার বক্স ঘরে। কিন্তু এই বক্স ঘর উল্টে যায় ঝড়ের দাপটে। এর নিচে পড়ে মৃত্যু হয়েছে চারজনের। প্রশ্ন উঠছে জলাশয়ের উপর ভাসমান যে ফিস কালচার বক্স ঘর নির্মাণ করা হয়েছিল নিরাপদ ঠিকানা হিসেবে এই নিরাপদ ঠিকানায় কিভাবে মৃত্যু হল এই মৎস্যজীবীদের? কোথায় ঘাটতেছিল? কার দোষ ছিল? এই বিষয়গুলো খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় জনতার দাবি এই ঘটনাকে কেন্দ্র করে সঠিক তদন্তক্রমে কারুর দোষ প্রমাণিত হলে সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার। অন্যদিকে হতদরিদ্র প্রয়াত মৎস্যজীবীদের পরিবারের প্রতি সরকার সহানুভূতির দৃষ্টিভঙ্গি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আবেদন করেছেন স্থানীয় জনগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow