বহিঃ রাজ্যের দুই মহিলা অভিযুক্ত সহ গাঁজা আটক করল লেফুঙ্গা থানা
যাত্রীবাহী বাস দিয়ে গাঁজা নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হলো অবৈধ গাঁজা। পাশাপাশি গাঁজা পাচারের সাথে জড়িত থাকার দায়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত লেম্বুছড়া এলাকায়।

দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে বহিঃ রাজ্যে যাওয়ার সময় গ্রেফতার বহিঃ রাজ্যের দুই অভিযুক্ত। শনিবার লেফুঙ্গা থানার অন্তর্গত লেম্বু ছড়ার নাকা পয়েন্টে একটি যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করা হয়েছে ২০ কিলো গাঁজা। পাশাপাশি দুই মহিলা অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যান্য দিনের মতো লেম্বুছড়া নাকা পয়েন্টের সামনে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শনিবার দুপুরে মোহনপুর আগরতলা সড়কের একটি বাসে তল্লাশি চালানোর সময় একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের ভেতর ছিল মোট কুড়ি কিলো অবৈধ গাঁজা। এই গাঁজার সাথে জড়িত দুই মহিলা অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হল মাম্পি দেব এবং ঝিলমি দেব। অভিযুক্তদের বাড়ি আসামের করিমগঞ্জে। মোহনপুর থেকে এই অবৈধ গাঁজা নিয়ে করিমগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। মোহনপুরের শনি তলা এলাকার এক গাঁজা ব্যবসায়ী কাছ থেকে এই গাঁজা গুলো ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন অভিযুক্তরা। লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই গাঁজার মূল মালিক কে এবং কোথায় থেকে আনা হয়েছিল সেগুলো খুঁজে বার করা হবে।
What's Your Reaction?






