হেজামারা ব্লকের মালিয়ামুড়ায় রাস্তা নির্মাণ কাজ বন্ধ, ক্ষুব্ধ গ্রামবাসী
নির্মীয়মান রাস্তার কাজ বন্ধ। দীর্ঘ বছর পর কাঁচা রাস্তা ইটসোলিং হচ্ছিল। কিন্তু কে বা কারা রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। যার ফলে ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনা হেজামারা ব্লকের শরথ চৌধুরী এডিসি ভিলেজের মালিয়ামুড়া গ্রামে।
দ্যা ফ্যাক্ট :- হেজামারা ব্লকের অন্তর্গত শরৎচৌধুরী এডিসি ভিলেজের মালিয়ামুড়া যাবার রাস্তায় নির্মীয়মান ইট সলিং এর কাজয় বন্ধ। কি কারনে রাস্তার কাজ বন্ধ তার কৈফিয়ত চেয়েছেন স্থানীয় জনতা। দাবি করেছেন পুনরায় শুরু হোক নির্মাণ কাজ।
দীর্ঘ বছর যাবত মালিয়ামুড়া গ্রামের জনগণ কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করছেন। মাটির রাস্তা হবার কারণে বিশেষ করে বর্ষা মরশুমে অত্যন্ত সমস্যা সম্মুখীন হতে হয় গ্রামবাসীকে। সম্প্রতি এই রাস্তাটি ইটস ফিলিং করার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক শুরু হয় ইট সোলিং এর কাজ। কিন্তু কোন এক কারণে রাস্তা নির্মাণে কাজ বন্ধ হয়ে যায়। কার কথায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়েছে সে বিষয়ে অবগত নয় স্থানীয়রা। গ্রামবাসীর অভিযোগ দীর্ঘ বছর পর এই রাস্তাটি ইট সলিং হওয়ার কাজে হাত দিয়েছে দপ্তর। কিন্তু সেটিও মাঝপথে বন্ধ হয়ে যায়। স্থানীয় বিধায়ক বৃষকেতু দেববর্মাল নিকট স্থানীয়দের দাবি এই রাস্তার নির্মাণ কাজ পুনরায় শুরু করতে উদ্যোগ গ্রহণ গ্রহণ করার।
What's Your Reaction?