পেট্রো পণ্যের সংকট নিরসনের আশ্বাস দিলেন মন্ত্রী, কালোবাজারি নিয়ে নিরব

রাজ্যে পেট্রোল এবং ডিজেলের যে সংকট শুরু হয়েছে তাও তো সত্তর সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী সুসন্ত চৌধুরী।

May 10, 2024 - 03:54
May 10, 2024 - 03:55
 0  31
পেট্রো পণ্যের সংকট নিরসনের আশ্বাস দিলেন মন্ত্রী, কালোবাজারি নিয়ে নিরব
রাজ্যে পেট্রোপণ্য পরিষেবা স্বাভাবিক করতে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস মন্ত্রীর।

দ্যা ফ্যাক্ট:-প্রায় এক সপ্তাহের বেশি সময় যাবত রাজ্যে চলছে পেট্রোল এবং ডিজেলের সংকট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে যান চালকদের। জাঁকিয়ে বসেছে কালো বাজারি। এই অবস্থায় অতিসত্বর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 

            দীর্ঘ প্রায় আধা কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে ২০০ টাকার পেট্রোল জুটে দ্বিচক্র যানচালকদের। আবার খোলা বাজারে ২০০ টাকা লিটার প্রতি যত খুশি পেট্রোল মিলছে দিন দুপুরে। এদিকে বিওসি গুলোতে পেট্রোলের সংকট। আবার অন্যদিকে খোলা বাজারে ডাবল দামে বিক্রি হচ্ছে পেট্রোল। অর্থাৎ এই সুযোগে কালোবাজারির মাধ্যমে গলা কেঁটে পয়সা নেওয়ার ফন্দি এঁটেছে ব্যবসায়ীরা। আসামে রেলপথ বৃষ্টির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দিনরাত কাজ করেও স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না রেল যাতায়াত। ফলে রাজ্যে শুরু হয়ে গেছে পেট্রোপণ্যের সংকট। এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারের কর্মচারী, শ্রমিক এবং বেসরকারি কর্মচারীরা কাজের সময় নষ্ট করে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে পেট্রোল এবং ডিজেল। যার ফলে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান করেন এই সমস্যা অতিসত্বর সমাধান করা হবে। তিনি জানান মুখ্যমন্ত্রী এবং তিনি প্রতিনিয়ত রেল দপ্তর এবং কেন্দ্রের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে এই সমস্যা নিরসনের জন্য কথা বলেছেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন অতিসত্বর এই সমস্যা সমাধান হবে বলে। তবে যেহারে কালোবাজারি শুরু হয়েছে পেট্রোপণ্যকে কেন্দ্র করে সেই বিষয়ে কিছুই বললেন না মন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow