পুকুরের বিষ ঢেলে সমস্ত মাছ নষ্ট করে দিল দুষ্কৃতী, আর্থিক ক্ষতির মুখোমুখি মাছ চাষে
বামুটিয়ার গমটিলা এলাকায় রাতের আঁধারে পলিপ দাস নামে এক ব্যক্তির পুকুরে বিষ ঢেলে সমস্ত মাছ মেরে দিল দুষ্কৃতী। নাশকতামূলক এই কর্মকাণ্ডে আর্থিক ক্ষতির মুখোমুখি মাছ চাষী অলিপ দাস।

দ্যা ফ্যাক্ট:- পয়সা খরচ করে মাছ চাষ করে বিক্রি ঠিক প্রাক্ত করতে পুকুরে ভেসে উঠল মৃত মাছ। রাতের আঁধারে বিষ ঢেলে দিয়ে পুকুরের সমস্ত মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতির বিরুদ্ধে। ব্যাপক এই ক্ষতির কারণে মাথায় হাত মাছ চাষে। ঘটনা বামুটিয়ায় গমটিলায়।
বামুটিয়ার গমটিলা এলাকায় বাড়ির পাশেই একটি পুকুরে মাছের চাষ শুরু করেছিল অলিপ দাস নামে এক যুবক। পয়লা বৈশাখকে সামনে রেখে মঙ্গলবার মাছ তুলে বিক্রি করার পরিকল্পনা ছিল তার। এরই মধ্যে রবিবার রাতে কে বা কারা তার পুকুরে বিষ ঢেলে দেয়। পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে। সোমবার সকালে প্রথম এই দৃশ্যটি দেখতে পায় অলিপের মা। জানা জানি হয় প্রতিবেশীদের মধ্যে। ছুটে আসে স্থানীয় জনতা। একজন মাছ চাষীর পুকুরে এই ধরনের বর্বরোচিত কর্মকান্ড দেখে সমালোচনার রব উঠেছে এলাকা জুড়ে। অলিপের মা জানান প্রায় ৩০০০০ টাকার মাছ বিক্রি করার সম্ভাবনা ছিল। কিন্তু দুষ্কৃতীদের কারণে সমস্ত মাছ নষ্ট হয়ে গেছে। উনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের।
What's Your Reaction?






