মোহনপুরে অনুষ্ঠিত বেকারদের কর্মসংস্থানের মেলা, উপকৃত বেকাররা
এলাকার বেকার যুবক-যুবতীদের চাকরি এবং বিভিন্ন কাজে যুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে স্কিল ডেভেলপমেন্টের এওয়ারনেস এবং প্লেসমেন্ট ড্রাইভ কর্মসূচিতে। এলাকার বৃহৎ অংশের যুবক-যুবতীরা সরাসরি কাজের সন্ধান পেয়েছেন এইদিন।

দ্যা ফ্যাক্ট :- বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভর হতে হবে। যার মাধ্যমে পরিবার রাজ্য এবং রাষ্ট্র শক্তিশালী হবে। শুক্রবার মোহনপুরে স্কিল ডেভেলপমেন্টের এওয়ারনেস এবং প্লেসমেন্ট ড্রাইভ কর্মসূচিতে উদ্বোধকের ভাষণে বললেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
রাজ্যের ছেলেমেয়েদের মধ্যে যথেষ্ট যোগ্যতা রয়েছে। প্রয়োজন তাদের দক্ষতা বৃদ্ধি করা। আর সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। দেশে নরেন্দ্র মোদির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে গোটা দেশব্যাপী কাজ করা হচ্ছে। ব্যতিক্রম নয় ত্রিপুরাতেও। শুক্রবার এই কর্মসূচির উদ্বোধন করে বললেন মন্ত্রী রতন লাল নাথ। এই দিন প্রশাসনের উদ্যোগে মেগা স্কিল এওয়ারনেস এবং প্লেসমেন্ট ড্রাইভ কর্মসূচির উদ্বোধন করে মন্ত্রী আরো বলেন এই কর্মসূচির মাধ্যমে ছেলে-মেয়েদের প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে বিভিন্ন কাজের জন্য দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। ফলে তারা আগামী দিনে রাজ্য এবং বহিঃ রাজ্যে বিভিন্ন চাকরি এবং কাজের সাথে যুক্ত হতে পারবে। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছেলেমেয়েরা আত্মনির্ভর হবে। মন্ত্রী আহ্বান করেন সমস্ত অংশের ছেলে মেয়েকে পড়াশোনার পাশাপাশি আত্মনির্ভরতার জন্য কাজ করতে। এদিন মন্ত্রী আক্ষেপ করে বলেন রাজ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য পর্যাপ্ত এবং যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না।
What's Your Reaction?






