দুগ্ধ শিল্প ও প্রাণী পালনে রাজ্যকে সহযোগিতা করা হবে, বামুটিয়ায় দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

বামুটিয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিটের। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যের দুগ্ধ উৎপাদকদের দারুন সহযোগিতা হবে বলে আশা ব্যক্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

May 17, 2025 - 23:38
May 17, 2025 - 23:40
 0  7
দুগ্ধ শিল্প ও প্রাণী পালনে রাজ্যকে সহযোগিতা করা হবে, বামুটিয়ায় দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
বামুটিয়ায় দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজিব রঞ্জন সিং, মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিটের উদ্বোধন হলো শনিবার। এই উদ্বোধনের মঞ্চ থেকে রাজ্যকে দুগ্ধ ও প্রাণী পালনে সার্বিক সহযোগিতার ঘোষণা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ও অন্যান্য মন্ত্রী এবং আধিকারিকদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এই প্রকল্পের। 

                          বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত কাছারি টিলায় নবনির্মিত গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিটের শুভ সূচনা হয়েছে শনিবার। এই ইউনিটে ৪০ হাজার লিটার দুধ প্রতিদিন প্রক্রিয়াকরণ সম্ভব হবে। দুধের পাশাপাশি দৈ, মাখন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন করা হবে এখানে। শনিবার ফলক উন্মোচন ও ফিতা কেটে এর সূচনা করেছেন অতিথিরা। এদিন উদ্বোধনী মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী রাজিব রঞ্জন সিং বলেন ত্রিপুরাতে দুধ উৎপাদন, গাভী পালন এবং মৎস্য পালনের অনেক সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের এই ছোট্ট রাজ্যকে দুধ, মাছ এবং গাভী পালনের মাধ্যমে আরো সমৃদ্ধ করতে রাজ্য সরকারের সাথে বসে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা করা হবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন তিনি আক্ষেপ করেন গোটা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরাতেও প্রতিনিয়ত গাভী এফএমডি অর্থাৎ ফুট এন্ড মাউথ ডিজিসে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত ভারতবর্ষে বিনা পয়সায় এই রোগ থেকে গাভী গুলোকে মুক্তি দেওয়ার জন্য ভ্যাকসিনেশন শুরু হয়েছে। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসকে তিনি আহবান করেন এই ভ্যাকসিনেশন কর্মসূচি ত্রিপুরাতে সফল করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই দুগ্ধ ইউনিট স্থাপন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবের মঞ্জুরী দিয়েছে কেন্দ্র। তার জন্য ব্যায় ধার্য করা হয়েছে ২২ কোটি টাকা। সেই প্রস্তাব মূলে কেন্দ্রীয় সরকার দিয়েছে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা। আর ২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন রাজ্যকে দুধ এবং পশু পালনে আরো স্বয়ংভর করার লক্ষ্যে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্প সফল করার জন্য সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। পাশাপাশি প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং সময়বায় দপ্তর যৌথভাবে কাজ করে এই প্রকল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা গোটা প্রকল্প ঘুরে দেখেছেন এদিন।

             এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের জন্য ডিম বিরিয়ানি খাওয়ানোর আয়োজন করেছিল গোমতী কো-অপারেটিভ। কিন্তু এই খাবার বিতরণে একেবারেই অব্যবস্থাকে ঘিরে হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে কয়েক হাজার মানুষের সমাগমের মধ্যে মহিলাদের জন্য পৃথক এবং অস্থায়ী শৌচালয়ের অভাব এদিন নজরে এসেছে। ফলে অসন্তোষ ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী এস পি সিং, রাজ্যের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরে মন্ত্রী সুধাংশু দাস, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow