ছিনতাইকারীদের কাছ থেকে ১১টি স্বর্ণের হার উদ্ধার, হস্তান্তর প্রকৃত মালিকদের হাতে
এনসিসি থানা পুলিশ ছিনতাই মামলার তদন্তে নেমে ছিনতাইকারীদের গ্রেফতারের পাশাপাশি ১১টি স্বর্ণের হার উদ্ধার করতে সক্ষম হয়েছে।
দ্যা ফ্যাক্ট :- ছিনতাই হওয়া মোট ১১টি স্বর্ণের হার উদ্ধারের পর প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ। প্রায় দুই মাস আগে এনসিসি থানা এলাকা থেকে স্বর্ণের হার ছিনতাই হওয়ার ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তদের জবানবন্দি অনুযায়ী উদ্ধার করা হয়েছে এই হারগুলো।
পুলিশের ব্যর্থতা নিয়ে যেমন সাধারণ মানুষের অসংখ্য অভিযোগ রয়েছে, ঠিক তেমনি পুলিশের সাফল্যকেও প্রশংসা করেছেন সাধারণ মানুষ। এনসিসি থানা এলাকা থেকে বিভিন্ন সময় ছিনতাই হওয়া স্বর্ণের হার ফিরে পেতে এলাকাবাসী পুলিশে অভিযোগ করেছিল। তদন্তে নেমে পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। বর্তমানে এই ছিনতাইকারীরা জেল হাজতে রয়েছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জবানবন্দির ভিত্তিতে ১১টি ছিনতাই হওয়া হার উদ্ধার করা সম্ভব হয়েছে। এই হারগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বুধবার। এদিকে নিজেদের ছিনতাই হওয়া স্বর্ণের হার ফিরে পেয়ে গৃহবধূরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশের এই সাফল্যের ফলে পুলিশের ওপর আস্থা এবং ভরসা আরও মজবুত হয়েছে বলেও তারা জানিয়েছেন। পুলিশের এই বিশাল সাফল্যের ফলে ভবিষ্যতে চোর এবং ছিনতাইকারীদের মনোবল অনেকটাই দুর্বল হবে, তা কিন্তু স্পষ্ট।
What's Your Reaction?