মোহনপুরে প্রতিমা নিরঞ্জনে গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় গ্রেপ্তার আরও ২
প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রাস্তায় গাড়ি ভাঙচুর এবং মারধরের দায়ে মোট ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করল সিধাই থানার পুলিশ।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুরে প্রতিমা নিরঞ্জনের র্যালি থেকে গাড়ি ভাঙচুর এবং মারধরের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল সিধাই থানার পুলিশ। শুক্রবার তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে তারা। অভিযুক্তরা হলেন শিল্পী দেব এবং কিষান দেব।
গত সোমবার নিজ গাড়িতে সিমনা থেকে লেম্বুছড়ায় বাড়ি ফিরছিলেন সুকেশ দেববর্মা। গাড়িতে ছিলেন তার স্ত্রী এবং দুই সন্তান। মোহনপুর পুর পরিষদ এলাকায় আসার পর প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রাস্তায় ভিড় ছিল। সেই সময় পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে তার গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এরই মধ্যে কয়েকজনের সাথে তার বাকবিতণ্ডা হয়। গালিগালাজ করার পাশাপাশি তার সন্তানদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন সুকেশ দেববর্মা। এই বিষয়ে পুলিশে অভিযোগ করার পর ইতিপূর্বে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল সিধাই থানার পুলিশ। এদিকে, শুক্রবার আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন শিল্পী দেব এবং কিষান দেব। শিল্পী দেব মোহনপুর ব্লকে কর্মরত। অভিযোগ, ঘটনার সময় শিল্পী দেব ইট দিয়ে গাড়ির কাচ ভেঙেছিলেন। এমনকি গাড়ির ভেতরে মহিলাদের মারধর করার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারী জানিয়েছেন, এই ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
What's Your Reaction?