মহকুমা জুরে নেশা বিরোধী অভিযানে সাফল্য মহকুমা প্রশাসন ও পুলিশের
মোহনপুর মহকুমা জুড়ে নেশা বিরোধী অভিযান জারি।

দ্যা ফ্যাক্ট:-আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নেশা বিরোধী অভিযান করল মোহনপুর মহকুমা প্রশাসন এবং পুলিশ। এই নেশা বিরোধী অভিযানে বামুটিয়া, কালীবাজার, ফটিকছড়া এবং বিভিন্ন অঞ্চলে অভিযান করা হয়। এই অভিযানে প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ, হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযানকারী দল।
বিগত তিন থেকে চারদিন যাবত মোহনপুর মহকুমা এলাকা জুড়ে নেশা বিরোধী অভিযানে তৎপরতা শুরু হয়েছে। মহকুমা শাসক সুভাষ দত্ত, এসডিপিও ডঃ কমল বিকাশ মজুমদার এবং বিভিন্ন থানার ওসিদের উপস্থিতিতে চলছে এই নেশা বিরোধী অভিযান। ঊষা বাজার এলাকা থেকে হেরোইন সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ফটিক ছড়া বাজার, কালীবাজার, বামুটিয়া বাজারে নেশা বিরোধী অভিযানে উদ্ধার হয়েছে অবৈধ বিলিতি মদ। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযানে ২২৫ বোতল অবৈধ বিলিতি মদ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪৮২৮০ টাকা। এলাকার আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এই ধরনের উদ্যোগ বলে জানা গেছে।
What's Your Reaction?






