ছনমুড়ি থেকে উদ্ধার বন্দুক, আতঙ্কে জনতা
সাত সকালে ছনমুড়িতে বন্দুক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। উদ্ধার হওয়া বন্ধু বাজেয়াপ্ত করল পুলিশ।
দ্যা ফ্যাক্ট :- প্রকাশ্যে এক বাড়ি থেকে উদ্ধার হল বন্দুক। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত ছনমুড়িতে। উদ্ধার হওয়া বন্দুকটি এসএলআর। ভেতরে রয়েছে তাজা কার্তুজ। বন্দুকের গায়ে রয়েছে টিএসআরের লগো। এয়ারপোর্ট থানা পুলিশ এই বন্দুকটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ছনমুড়ি এলাকায় ক্ষুদিরাম দেবের বাড়িতে রবিবার সকালে উদ্ধার হয়েছে একটি বন্দুক। ঘরের পাশে দাঁড় করানো ছিল এই বন্দুকটি। বাড়ির লোকেরা সকালে এই আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। খবর পেয়ে ঘটনা স্হলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। জানা গেছে এটি এসএলআর বন্দুক। বন্দুকের গায়ে লেখা রয়েছে টিএসআর। যাতে সিরিয়াল নাম্বার রয়েছে ৪৪১। এই এলাকাতেই রয়েছে ওএনজিসির ডিলিং প্রজেক্ট। সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে টিএসআর। ধারণা করা হচ্ছে ওই টিএসআর জওয়ানদের ব্যবহৃত বন্দুক হতে পারে এটি। তবে কিভাবে এই স্থানে এটি এল তা নিয়ে উঠছে প্রশ্ন।
What's Your Reaction?