সুদীপের আনা অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা মন্ত্রীর
মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে বেআইনি সম্পদ গড়ে তোলার অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে সুদীপকে চ্যালেঞ্জ ছুলেন বিকাশ।
দ্যা ফ্যাক্ট :- বেলাগাম সম্পদ তৈরীর যে অভিযোগ এনেছিল সুদীপ রায় বর্মন তার বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রমাণ করার দাবি করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন তিনি।
সম্প্রতি রাজ্য বিধানসভার অধিবেশনে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে লাগামহীন ভাবে সম্পদ তৈরি করার অভিযোগ এনেছিলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেও একই অভিযোগ করেছিলেন তিনি। শ্রী বর্মন অভিযোগ করেছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা ছেলের নামে পেট্রোল পাম্প, আগরতলায় মন্ত্রীর নামে বহুতল বাড়ি, স্ত্রীর নামে বড়মুড়ার জমি, লেম্বু ছড়ায় বাড়ি সহ আরো ব্যাপক সম্পদ রয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আরো অভিযোগ করেছিলেন বিকাশবাবু মন্ত্রী হবার পরেই এই সম্পদ গড়ে তুলেছেন।
শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন বিকাশ দেববর্মা। তিনি বলেন উনার ছেলের নামে গোটা খোয়াই জেলা জুড়ে কোন পেট্রোল পাম্প নেই। পাশাপাশি আগরতলা শহরে যে বহুতল বাড়ি বিকাশ দেববর্মার বলে দাবি করেছিলেন সুদীপ রায় বর্মন সেটি উনার বাড়ি নয় বলেও স্পষ্টিকরন দিয়েছেন মন্ত্রী। দাবি করেছেন উনার স্ত্রী এবং উনার নামে বড়মুরায় যে জমির মালিকানার দাবি করেছিলেন সুদীপ রায় বর্মন সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন।
এইদিন মন্ত্রী দাবি করেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে সুদীপ রায় বর্মন যে অভিযোগ করেছিলেন তার সত্যতা প্রমাণ করুক প্রকাশে এসে। অন্যথায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন বিকাশ দেববর্মা।
What's Your Reaction?