চুরি যাওয়া ৮ টি বাইক সহ ১ অভিযুক্তকে গ্রেফতার করলো বুধজং নগর থানা
বুধজং নগর থানা এলাকায় একটি বাইক চুরির ঘটনায় তদন্ত নেমে বড় সাফল্য পেল পুলিশ। বিভিন্ন সময় চুরি যাওয়া মোট ৮ টি বাইক এবং বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। অপর ১ অভিযুক্ত এখনো পলাতক।

দ্যা ফ্যাক্ট :- বিভিন্ন সময়ে চুরি যাওয়া ৮ টি বাইক উদ্ধার করল বুধজং নগর থানার পুলিশ। একটি বাইক চুরির তদন্ত করতে গিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ। পাশাপাশি বাইক চুরি সাথে জড়িত থাকার দায়ে আরকে নগর এলাকা থেকে সেন্টু দাশ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি বুধজংগনগর থানাতে এটি বাইক চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। এই বাইক চুরির ঘটনায় এলাকার সেন্টু দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালালে সে জানায় রতন দাসের বাড়িতে চুরি করা বাইক এবং বিভিন্ন সামগ্রী মজুদ রয়েছে। সেই মেতাবেক রতন দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বিভিন্ন সময় চুরি যাওয়া ৮ টি বাইক, ৪ টি পাম্প, মন্দির থেকে চুরি করা বিভিন্ন সামগ্রী, বিদ্যুৎ পরিবাহি তার সহ বিভিন্ন চুরি সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। যদিও বাড়ির মালিক অভিযুক্ত রতন দাস পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অতিসত্বর অভিযুক্ত রতন দাসকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে।
What's Your Reaction?






