গাড়ি ধাক্কায় নিহত-১, পুলিশে অভিযোগ না করে জাতীয় সড়ক অবরোধ করলো স্থানীয়রা

সুবল সিং পাহাড়ে অভিযুক্ত গাড়ি চালক এবং ঘাতক গাড়ি আটকের দাবিতে অনুরোধ

Jul 26, 2024 - 02:59
 0  26
গাড়ি ধাক্কায় নিহত-১, পুলিশে অভিযোগ না করে জাতীয় সড়ক অবরোধ করলো স্থানীয়রা
আগরতলা খোয়াই জাতীয় সড়কের সুবল সিং এলাকায় পথ দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে জনতা। ছবি:নিজস্ব

দ্যা ফ্যাক্ট: সুবল সিং এলাকায় পথদুর্ঘটনায় প্রাণ হারালো পরেশ দেববর্মা নামে এক ব্যক্তি। এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে গ্রেফতার দাবীতে আগরতলা খোয়াই জাতীয় সড়কের সুবল সিং এলাকায় করা হয় পথ অবরোধ। অথচ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই বিষয়ে পুলিশে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ নাকরে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধকে অনেকেই জল ঘোলা করার প্রয়াস দাবি করেছেন। যদিও ঘটনার সঙ্গে ছুটে যায় সিধায় থানার পুলিশ ও মহকুমা শাসক সুভাষ দত্ত। 

                          পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু কে কেন্দ্র করে দিনভর অবরোধ সংঘটিত হয় সুবল সিং এলাকায়। বুধবার বিকেলে টিআর ০১বি ওয়াই ০২৪৮ নাম্বারের একটি গাড়ি পরেশ দেববর্মা নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয়। সেই সময় বাড়ির লোকেরা ছুটে এলে বাড়ির লোকেদের কেউ গাড়িচালক মারধর করে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় উনাকে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই ঘটনা জানিয়ে সিধাই থানাতে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অথচ ঘাতক গাড়ি আটক করার জন্য এবং অভিযুক্তকে গ্রেফতার করার দাবিতে আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রশ্ন উঠছে পুলিশে অভিযোগ দায়ের না করে পুলিশকে সময় না দিয়ে এই ধরনের জাতীয় সড়ক অবরোধ করার কি যুক্তি রয়েছে? যদিও পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিধাই থানার পুলিশ এবং মহকুমা শাসক সুভাষ দত্ত। এদিন অবরোধকারীদের পুলিশ আশ্বাস দেয় এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার। অবরোধ স্থলেই পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ পত্র দেওয়া হয়। কিন্তু অপর এক অবরোধকারী সেই কাগজ ছিঁড়ে ফেলে দেন। ধারণা করা হচ্ছে পরেশ দেববর্মার মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ জনজীবন ব্যাহত করার উদ্দেশ্য নিয়েই এই পথ অবরোধ সংঘটিত করা হয়েছিল। যদিও অবশেষে পুলিশের প্রতিশ্রুতিতে আস্থা রেখেই পথ ছাড়তে বাধ্য হয়েছে অবরোধকারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow