লেম্বুছড়ায় নাগরের প্রয়ানে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশের রণসাজ

লেম্বুছড়ায় পথ দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৭ দিনের মাথায় প্রয়াত নাগর দেববর্মা।

Jul 27, 2024 - 03:54
 0  71
লেম্বুছড়ায় নাগরের প্রয়ানে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশের রণসাজ
নাগর দেববর্মার অন্তিম ক্রিয়াকে ঘিরে অশান্তি মোকাবেলায় লেম্বুছড়ায় পুলিশের ছিল চূড়ান্ত প্রস্তুতি।

দ্যা ফ্যাক্ট : পথ দুর্ঘটনায় আহত হওয়ার পর শুক্রবার প্রয়াতক হয়েছিলেন নাগর দেববর্মা। গত ১৯ তারিখ লেম্বুছড়াতে উনার পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল পথ অবরোধ। শুক্রবার যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে পুলিশের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। যদিও এদিন লেম্বুছড়া স্হিত নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নাগর দেববর্মার শেষকৃত্য।

               গত ১৯ তারিখ লেম্বু ছড়ায় আগরতলা খোয়াই জাতীয় সড়কে পথদুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন নাগর দেববর্মা। একটি বুলেরো মালবাহী গাড়ি ওনাকে স্কুটি নিয়ে যাওয়ার সময় ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নাগর দেববর্মাকে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। বিগত সাত দিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার প্রয়াত হয়েছেন তিনি। ঘটনার দিন লেম্বুছড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা। তাঁদের দাবি ছিল অভিযুক্ত গাড়িচালক এবং ঘাতক গাড়ি আটক করার। দাবি মোতাবেক অভিযুক্ত গাড়িচালক এবং গাড়ি আটক করতে সক্ষম হয়েছিল পুলিশ। শুক্রবার এই ধরনের কোন অপ্রীতিকর ঘটনা যাতে এলাকায় না ঘটে সেই বিষয়টি সুনিশ্চিত করতে জল কামান থেকে শুরু করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল এলাকায়। এমনকি পুলিশ সুপার কিরণ কুমারকে এবং অতিরিক্ত পুলিশ সুপার সশরীরে উপস্থিত ছিলেন এলাকায়। যদিও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই দিন। শান্তিপূর্ণভাবেই নাগর দেববর্মার অন্তিমক্রিয়া সম্পন্ন হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow