খেলো ত্রিপুরা প্যারা গেমসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো খেলো ত্রিপুরা প্যারা গেমস

Dec 30, 2023 - 05:01
 0  5
খেলো ত্রিপুরা প্যারা গেমসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আস্তাবল ময়দানে খেলো ত্রিপুরা প্যারা গেমসে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দ্যা ফ্যাক্ট:-খেলো ত্রিপুরা প্যারা গেমস প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ত্রিপুরাতে। শুক্রবার আস্তাবল ময়দানে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। দিব্যাঙ্গদের দ্বারা বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

               দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শারীরিক প্রতিবন্ধীদের দিব্যাঙ্গ বলে আহ্বানের প্রচলন শুরু হয়েছে। যার মধ্য দিয়ে দিব্যাঙ্গদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যের বিভিন্ন হোম থেকে আগত দিব্যাঙ্গরা ত্রিপুরা প্যারা গেমসে অংশগ্রহণ করে। এদিন উদ্বোধক হিসেবে এই খেলার উদ্বোধন করে দিব্যাঙ্গদের প্রতিভাকে কেন্দ্র করে দারুন প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রায় ৪০ টি হোম থেকে ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় এসেছে। এই দিব্যাঙ্গ ছেলে মেয়েদের প্রতি সহানুভূতি দেখাবার কিছু নেই। সরকার নিজের দায়িত্ববোধ থেকে তাদের পাশে থাকবে। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে তাদের পাশে কর্তব্য পালনের ভূমিকা নিয়ে দাঁড়াবার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow