কামালঘাটে রাবার গোডাউনে শাটার ভেঙ্গে চুরি, পুলিশে অভিযোগ দায়ের
জাতীয় সড়কের পাশে রাবার গুদামে চুরের হানা, আতঙ্কিত অসাধারণ মানুষ
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা- পুলিশি দুর্বলতার সুযোগে রাবার গোডাউন থেকে প্রায় ৫ টন রাবার চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়েছে চুরেরা। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত কামালঘাট এলাকায়। এই বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ করেছেন রাবার মালিক ভবতোষ দেব।
মঙ্গলবার গভীর রাতে নবনির্মিত আগরতলা খোয়াই জাতীয় সড়কের পাশে অবস্থিত ভবতোষ দেবের রাবার গোডাউন থেকে প্রায় ৫ টন রাবার চুরি করতে সক্ষম হয়েছে চুরেরা। শাটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে চুরেরা। লেফুঙ্গা থানা প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত এই গোডাউন জাতীয় সড়কের পাশে অবস্থিত। এই জায়গা থেকে এইভাবে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভবতোষ দেবের অভিযোগ কিছুদিন পূর্বে এই এলাকারই অপর এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ব্যাপক পরিমাণ রাবার চুরি করে নিয়ে গেছে চুরেরা। একের পর এক চুরির ঘটনা সংঘটিত হলেও কোন ক্ষেত্রেই চোরদের পাকড়াও করতে পুলিশের কোন সাফল্য নেই। স্থানীয়দের দাবি এই চুরির ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করে চুরদের পাকড়াও করতে উদ্যোগ গ্রহণ করুক পুলিশ।
What's Your Reaction?