মোহনপুরে হবে যুব উৎসব, সম্পন্ন প্রস্তুতি সভা
লোক সংস্কৃতি প্রাধান্য পাবে যুব উৎসবের
দা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-মোহনপুর পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব উৎসব। আগামী ২১ শে নভেম্বর সকাল ১০ টায় মোহনপুর পুর পরিষদের মাঠে উদ্বোধন হবে হবে যুব উৎসবের। এই উদ্দেশ্যে মোহনপুর পুর পরিষদের কনফারেন্স হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। প্রস্তুতি সভাতে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যুব উৎসব উদযাপনের বিভিন্ন বিষয় সম্পর্কে। এই প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা এবং অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এই যুব উৎসব উদযাপনের মধ্য দিয়ে এলাকাতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে স্থানীয় লোকসংগীত এবং লোক নৃত্যকে। স্থানীয় শিল্পীদের দ্বারা স্থানীয় লোকসংস্কৃতি উঠে আসতে পারে যুব উৎসবে। এই যুব দিবসকে সঠিকভাবে এবং সকল রূপ দিতে দপ্তরে আধিকারিক এবং জনপ্রতিনিধিরা এক যুগে মাঠে নেমে কাজ করার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করলেন মহকুমা শাসক।
What's Your Reaction?