কলাগাছিয়া বাজারে নাট মন্দিরে জোয়ার আসর, ধৃতরাষ্ট্র খাঁকি উর্দি

সিধাই থানার অন্তর্গত কলাগাছিয়া বাজারের নাট মন্দিরে জোয়ার রমরমায় নিঃস্ব জনতা।

Jul 13, 2024 - 03:34
 0  39
কলাগাছিয়া বাজারে নাট মন্দিরে জোয়ার আসর, ধৃতরাষ্ট্র খাঁকি উর্দি
সন্ধ্যার পর কলাগাছিয়া বাজারের নাট মন্দিরে জোয়ার আসর। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট :- কলাগাছিয়া বাজারে নাট মন্দিরে সূর্যাস্তের পর শুরু হয় জোয়ার আসর। এলাকার দিনমজুর থেকে শুরু করে পেশাদার জোয়ারীরা আসরে অংশ নেয়। দীর্ঘদিন যাবত এই জোয়ার আসরকে কেন্দ্র করে নিঃস্ব হচ্ছে এলাকার মানুষ। পুলিশি অভিযান না থাকায় ক্ষুব্ধ জনতা।

                         মোহনপুর ব্লকের অন্তর্গত কলাগাছিয়া বাজার এলাকার ধর্মীয় কাজকর্ম করার জন্য একটি নাট মন্দির বানানো হয়েছিল। দেখা যাচ্ছে প্রতিনিয়ত সন্ধ্যার পর এই নাট মন্দিরে বসে জুয়া খেলার আসর। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যার পর শুরু হয় এই জুয়ার আসর। পিচবোর্ডে জুয়া খেলার বিভিন্ন সিম্বল একে মোবাইলের মাধ্যমে এই জুয়া খেলা হয়। ১০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত লাগানো হয় জুয়াতে। এই আসরে কয়েক লক্ষ টাকার জুয়া খেলা হয় প্রতিনিয়ত। এই এলাকার পাশেই রয়েছে কালাছড়া চা বাগান। এই চা বাগানের বহু শ্রমিক এই জুয়া খেলাতে এসে নিঃস্ব হয়ে বাড়িতে ফিরছে। এলাকার পুরুষদের পাশাপাশি গৃহবধুরা ও প্রতিবেশী পুরুষদের মাধ্যমে এই জুয়াতে অর্থ বিনিয়োগ করে। এই ভাবেই এলাকার সাধারণ এবং দরিদ্র শ্রেণীর মানুষের অর্থ প্রতিদিন জুয়া খেলার এজেন্টদের হাতে চলে যাচ্ছে। জানা গেছে এলাকার বিশ্বজিৎ দেব এবং সুশান্ত সরকার এই জুয়া খেলার আয়োজন করছে। গ্রামবাসীর দাবি এই জুয়া খেলার নিয়ন্ত্রণ করতে সিধাইই থানার পুলিশ আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow