BJP নেতৃত্বের উপর আক্রমণকারীর জামিন মঞ্জুর, বরখাস্ত আইও, পাল্টা হামলার অভিযোগ মোথার

হেজামারায় বিজেপির বস্ত্র দান কর্মসূচিতে আক্রমণের অভিযোগ উঠেছিল তিপ্রামোথার বিরুদ্ধে। দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনায় দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল দপ্তর। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করার পাল্টা অভিযোগ এনে সিধাই থানায় ডেপুটেশন দিল তিপ্রা মোথা।

Oct 11, 2025 - 23:06
Oct 11, 2025 - 23:49
 0  11
BJP নেতৃত্বের উপর আক্রমণকারীর জামিন মঞ্জুর, বরখাস্ত আইও, পাল্টা হামলার অভিযোগ মোথার
দলীয় কর্মীদের উপর আক্রমণের অভিযোগ এনে সিধাই থানায় ডেপুটেশন দিল তিপ্রা মোথা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- হেজামারায় বিজেপির নেতৃত্বের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের জামিন মঞ্জুর হওয়ায় নাখুষ পুলিশের ঊর্ধ্বতন মহল। সাসপেন্ড করা হলো এই মামলার ইনভেস্টিগেশন অফিসার দিলু জমাতিয়াকে। অন্যদিকে অফিসে ক্লোজ করা হলো থানার ওসি হিমাদ্রি সরকারকে। অন্যদিকে তিপ্রা মোথার উপর আক্রমণের সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সিধাই থানায় ডেপুটেশন দিল তিপ্রা মোথা।

               দূর্গা পূজার প্রাক্কালে হাজামারাতে বিজেপির বস্ত্র দান কর্মসূচিতে আক্রমণ করার অভিযোগ উঠেছে শরিক দল তিপ্রা মোথার বিরুদ্ধে। এই ঘটনায় দলের সহ-সভাপতি মঙ্গল দেববর্মার মাথা ফেঁটে যায়। আক্রান্ত হয়েছেন আরও একাধিক দলীয় কর্মী এবং সাংবাদিক। এই বিষয়ে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। গতকাল জামিনে ছাড়া পায় দুই অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে এই মামলার ইনভেস্টিগেশন অফিসার দিলু জমাতিয়াকে বরখাস্ত করলো দপ্তর। অভিযোগ তিনি এই মামলার সঠিক রিপোর্ট আদালতে পেশ করেননি। যার ফলে জামিন মঞ্জুর হয়েছে অভিযুক্তদের। এদিকে একই অপরাধে সিধাই থানা থেকে ক্লোজ করা হয়েছে ওসি হিমাদ্রি সরকারকে।

প্রশ্ন উঠছে একটি মামলার তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার সময় থানার ওসি, এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সেই রিপোর্ট খতিয়ে দেখেন। যদি সেই রিপোর্টে কোন ভুল থাকে তার সংশোধন করা হয়। এখন প্রশ্ন উঠছে এই মামলায় যদি তদন্ত রিপোর্টে কোন গলদ থাকে তাহলে তার দায় শুধুমাত্র আইও এবং ওসির উপর কেন বর্তাবে? কেন একই বিধান হবে না এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপার এবং এসপির বিরুদ্ধে? এক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে বৈষম্য মূলক আচরণের অভিযোগ। 

                    অন্যদিকে বিজেপির নেতৃত্বের ওপর আক্রমণের ঘটনার অভিযোগের পর তিপ্রা মোথার তরফেও সিধাই থানাতে একটি পাল্টা মামলা করা হয়। টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মার নেতৃত্বে এই মামলা রুজু করার জন্য ডেপুটেশন দেওয়া হয় সিধাই থানাতে। শনিবার রবীন্দ্র দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন বিজেপির নেতৃত্ব তাঁদের দলের কর্মীদের ওপর আক্রমণ করে। এই বিষয়ে মামলা করলে পুলিশ মামলা গ্রহণ করেনি। অতিসত্বর মামলা গ্রহণ করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তিনি। যদিও এই মামলার সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে স্থানীয়দের মধ্যে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow