কইতুর বাজারে আক্রান্ত এলাকা পরিদর্শন করলেন মানিক সরকার
আক্রান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সমসাগ্রস্ত মানুষের সাথে কথা বললেন মানিক সরকার।
দ্যা ফ্যাক্ট :- সম্প্রতি কৈতুর বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এলাকা পরিদর্শন করলেন বৃহস্পতিবার। এই দিন ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলার পাশাপাশি গোটা এলাকা ঘুরে দেখলেন তিনি।
জিরানিয়া মহকুমা এলাকার অন্তর্গত কৈতুর বাজারে একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার এই এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, টিটিএএডিসির প্রাক্তন সিইএম রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই এলাকার মানুষের সাথে কথা বলেছেন মানিক সরকার। আক্রমণের ক্ষয়ক্ষতি এবং বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত হয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার অভিযোগ করেন পূর্বপরিকল্পিতভাবেই এই আক্রমণ সংগঠিত হয়েছে। এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন মানিক সরকার।
What's Your Reaction?