অভিযোগ পাল্টা-অভিযোগ, আক্রম পাল্টে আক্রমণের মধ্য দিয়ে দুই আসনে উপনির্বাচন সম্পন্ন

দুই দলের একাধিক কর্মী হাসভোটপাতালের বেডে পৌঁছার মধ্য দিয়ে সম্পন্ন হল

Sep 6, 2023 - 03:38
 0  10
অভিযোগ পাল্টা-অভিযোগ, আক্রম পাল্টে আক্রমণের মধ্য দিয়ে দুই আসনে উপনির্বাচন সম্পন্ন

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-অভিযোগ, পাল্টা অভিযোগ আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে সম্পন্ন হল ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। মঙ্গলবার সকাল থেকেই এই দুই কেন্দ্রে সমস্ত পোলিং বুথে ভোটগ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে শুরু থেকেই অভিযোগ করে আসছিল বিরোধী দল। অভিযোগ আক্রমণের। অন্যদিকে শাসক দল বিজেপির তরফে জনগণ উৎসবের মেজাজে ভোট প্রদান করার বার্তা এসেছে।

                    ধনপুর এবং বক্সনগর এই দুই আসনের উপনির্বাচনে বিরোধীদল সিপিআইএম নির্বাচনের আগেই হাল ছেড়ে দিয়েছিল। পক্ষান্তরে শাসকদল বিজেপি মাটি কামড়ে এই দুই আসনে ব্যাপক প্রচার চালিয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই বিরোধীদল সিপিআইএম অভিযোগ করছিল বিভিন্ন পোলিং বুথে সঠিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া হচ্ছে না। এমনকি বিরোধী দলের ভোটারদের আক্রমণ করার অভিযোগ করছিল সিপিআইএমের তরফে। বেলা বাড়ার সাথে সাথে বিজেপি এবং সিপিএমের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ সংগঠিত হয়। কোথাও বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আবার কোথাও রক্তাক্ত হয় রাজনৈতিক কর্মীরা। এদিকে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেন এ দুই আসনে মানুষ দারুণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। যেই হারে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছেন তার জন্য ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব ভট্টাচার্যী। কটা ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আধিকারিক ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে এই দুই আসন থেকে রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে সিপিআইএম এবং বিজেপি দলের বেশ কিছু কর্মী রক্তাক্ত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে আসে। সব মিলিয়ে বলা যায় এই দুই আসনে ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছিল মঙ্গলবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow