রাবার স্মোক হাউসের অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য, দমকল বিভাগ নিয়ন্ত্রণে আগুন
স্মোক হাউসে থেকে উৎপত্তি আগুন দমকল বিভাগের তৎপরতায় বড় ধরনের ক্ষতি প্রতিহত

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-রাবার স্মোক হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বশীভূত গোটা স্মোক হাউস। সিধাই থানাধীন মোহনপুরের বাইপাস রোড এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকল বিভাগের কর্মীরা দীর্ঘ চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। প্রশ্ন উঠছে স্মোক হাউসের বৈধ অনুমোদনের বিষয়ে।
আগরতলা কয় জাতীয় সড়কের মোহনপুর বাইপাস রোড এলাকায় রাখাল দেবনাথের রাবার গোডাউন থেকে ধূয়া নির্গত হয় প্রতিনিয়ত। জানা গেছে গোডাউনের পেছনে স্মোক হাউস নির্মাণ করা হয়েছে। রবিবার এই অগ্নী সংযোগের ঘটনা সামনে আসতেই এই স্মোক হাউজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। জনবহুল স্থানে রাবারের স্মোক হাউস নির্মাণ করলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ তার থেকে নির্গত ধোঁয়া মানুষের শ্বাসকষ্টর সৃষ্টি করে। ফলে বৈধ অনুমতি পত্র নিয়ে এবং বিজ্ঞানসম্মতভাবে এই স্মোক হাউস নির্মাণ করতে হয়। রবিবার স্মোক হাউস থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। যদিও গুদামে আগুন যাওয়ার আগেই দমকল বিভাগের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি এই স্মোক হাউসের বৈধ অনুমতি পত্র ছিল কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার।
What's Your Reaction?






