এয়ারপোর্ট সড়কে বিধিনিষেধ সাইনবোর্ড ছাড়া কাটা হচ্ছে মাটি, দুর্ঘটনার কবলে সাংবাদিক
রাস্তা নির্মাণ করার নিয়ম নির্দেশিকাকে তোয়াক্কা না করে মাটি কেটে চলছে নির্মাণ কাজ। ফল স্বরূপ ঘটলো পথ দুর্ঘটনা। শুক্রবার এয়ারপোর্ট থানার অন্তর্গত ছিনাইহানি শ্মশান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক সুমন মহলানবীশ।
দ্যা ফ্যাক্ট :- আগরতলা এয়ারপোর্ট সড়কের ছিনাই হানিতে নিয়মবহির্ভূতভাবে রাস্তার মাটি কেঁটে নির্মাণ কাজ চালাচ্ছে বেসরকারি সংস্থা। ফলে শুক্রবার ঘটে গেল পথ দুর্ঘটনা। এতে আহত হয়েছেন কর্তব্যরত সাংবাদিক সুমন মহলানবীশ। ছিনাইহানি শ্মশান সংলগ্ন এলাকায় রাস্তার মাটি কাটা হলেও দেওয়া হয়নি কোন বেরিগেট বা রিফ্লেক্টর। যার ফলেই এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
নতুনভাবে নির্মাণ করার কাজ চলছে দীর্ঘদিন যাবত। আগরতলা থেকে ঊষা বাজার যাওয়ার পথে ছিনাই হানি মন্দিরের ঠিক আগ মুহূর্তে রয়েছে একটি মোর। এই মোড় থেকে রাস্তা সোজা করার জন্য প্রায় তিন ফুট মাটি কাটা হয়ে গেছে। একটি মোর এবং ডাউনের মধ্যে মাটি কাটা হলেও দেওয়া হয়নি কোনো বেরিগেট। এমনকি কোন প্লাস্টিক রিফ্লেক্টার ইউজ করা হয়নি। ফলে যে কোন জান চালক মাটি কাটার বিষয়টি দূর থেকে কোনভাবেই আঁচ করতে পারে না। যার ফলে এদিন লঙ্কা মুড়ায় খবর সংগ্রহে যাওয়ার সময় বাইক নিয়ে দুর্ঘটনা কবলে পরতে হয়েছে সাংবাদিক সুমন মহলানবীশকে।
স্থানীয়দের অভিযোগ ইতিপূর্বেও এই স্থানে একইভাবে দুর্ঘটনা সংগঠিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা পথচারীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত না করেই অসাবধানতাবশত মাটি কেটে নির্মাণ কাজ করছে বলে অভিযোগ। দাবি উঠেছে যেখানেই নির্মাণ কাজ চলবে সেখানে রিফলেক্টর অথবা বিধিনিসের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার জন্য।
What's Your Reaction?