নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য ধলাই জেলা পুলিশের, আটক এক
#ফেনসিডিল#নারকোটেক্স#নেশা#ধলাইজেলাপুলিশ#অভিযুক্ত#গ্রেফতার#ত্রিপুরাপুলিশ
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-নেশাবিরোধী অভিযানে আবারও বড় ধরনের সাফল্য ধলাই জেলা পুলিশের। পূর্বের খবরের ভিত্তিতে আমবাসা কাঁঠাল বাড়ি মগপাড়া এলাকা থেকে সিমেন্ট বোঝায় লরিতে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় ধলাই জেলার পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
৩.৪০০ কিলো হেরোইন উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ফের ব্যাপক পরিমাণ ফেন্সিডিল আটক করা হয় । এদিন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে AS-01033268 নম্বরের একটি লরি আটক করা হয়। শুরুতে পুলিশ নিজেও ধোঁকা খায় এই লরিতে ফেন্সিডিল রয়েছে কিনা সেই সন্দেহে । সামনের দিকে সিমেন্টের বস্তা সারিবদ্ধ ভাবে রাখা ছিল এবং তার পেছনে এবং নিচে রাখা ছিল ব্যাপক পরিমাণে ফেন্সিডিল। এই লরিতে দীর্ঘ সময় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে উদ্ধার করা হয় ফেন্সিডিল। এই অভিযানে ১৯৫৭৫ টি বোতল ফেন্সি উদ্ধার করা হয়েছে। যার পাশাপাশি আটক করা হয়েছে লরি এবং লরি চালককে। ধলাই জেলা পুলিশের উদ্যোগে একের পর এক নেশা বিরোধী অভিযানের সাফল্যে খুশি রাজ্যবাসি। পুলিশের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
What's Your Reaction?