কালীবাজারে ড্রাগস সেবনকারীকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে

ড্রাগস সেবনকারী আটক, অধরা বিক্রেতা!

Oct 20, 2023 - 04:05
 0  36
কালীবাজারে ড্রাগস সেবনকারীকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে
উত্তেজিত জনতা ড্রাগস সেবনকারীকে বেঁধে রাখে।ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-ড্রাগস সেবনকারীদের অতিরিক্ত বারবারন্তে পুলিশের আসা ছেড়ে মাঠে নামল এলাকাবাসী। বৃহস্পতিবার কালীবাজারে ড্রাগস সেবনকারী এক যুবককে হাতেনাতে পাকড়াও করে স্থানীয়রা। পরবর্তী সময়ে বামুটিয়া পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ড্রাগস।

                 বামুটিয়া এলাকা জুড়ে যেভাবে ড্রাগস ব্যবহারকারীর সংখ্যা এবং ড্রাগস বিক্রেতার সংখ্যা বেড়ে চলেছে তাতে করে যুবসমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন এই এলাকা থেকে কয়েক লক্ষ টাকার ড্রাগস কেনাবেচা হচ্ছে। যার ফলে বহু যুবক-যুবতী ইতিমধ্যেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এই অপরাধ রোধে একেবারে নিরব বামুটিয়া পুলিশ ফাঁড়ি।পূজার মরশুমে এই নেশার রমরমায় তিতিবিরক্ত স্হানিয়রা।বৃহস্পতিবার রাতে কালী বাজারে কার্তিক দাস নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ড্রাগস। দীর্ঘদিন যাবত ড্রাগস সেবনের সাথে জড়িত এই যুবক।এই দিন ড্রাগস নিয়ে ফেরার সময় আটক হয় স্থানীয়দের হাতে। সে জানায় প্রতিটি ড্রাগসের কৌটা ১০০ টাকা করে কিনে এনেছে। কালীবাজার সংলগ্ন বাপন দাস নামে এক নেশা কারবারের কাছ থেকে সে ড্রাগসগুলো কিনে এনেছে বলে পুলিশের সামনে জানায়। যদিও নেশা কারবারিকে ছেড়ে শুধু নেশা সেবনকারীকেই আটক করে নিয়ে যায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ।স্হানিয় দের দাবি নেশা সামগ্রী বিক্রেতা এবং ক্রেতার বিরোদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow