সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বাজেটের কপি পুড়িয়ে আগরতলা বিক্ষোভ দেখায়

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আনা বাজেটের বিরোধিতায় আগরতলার রাজপথে সংযুক্ত কৃষানের মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।

Aug 2, 2024 - 03:29
 0  16
সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বাজেটের কপি পুড়িয়ে আগরতলা বিক্ষোভ দেখায়
আগরতলায় বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ করল সংযুক্ত কৃষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।

দ্যা ফ্যাক্ট : সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে এক বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়িত হয় আগরতলায়। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা তাদের মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করেন এবং জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। মিছিল শেষে, সংগঠনের উদ্যোগে বাজেটের কপি পুড়িয়ে এই বাজেটের তীব্র বিরোধিতা করা হয়।

সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরার নেতা পবিত্র কর এবং অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত থেকে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। তাদের মতে, বর্তমান বাজেট কৃষক এবং শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

পবিত্র কর বলেন "এই বাজেট শুধু ধনী ব্যক্তিদের উপকারে আসছে, আর কৃষক এবং শ্রমিকদের সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। আমরা এই বাজেটের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পরিবর্তন দাবি করছি,"।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow