শুরু হতে যাচ্ছে হোম ভোটিং,সাংবাদিক সম্মেলনে জানান মোহনপুর মহকুমা শাসক
আগামী ১০ এবং ১২ তারিখ মোহনপুর মহাকুমার ৩ টি বিধানসভাতে হবে হোম ভোটিং।
দ্যা ফ্যাক্ট:-মোহনপুর মহকুমা এলাকায় আগামী ১০ এবং ১২ তারিখ হোম ভোটিং কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৮৫ বছর বয়স্ক, শারীরিকভাবে অসুস্থ এবং প্রতিবন্ধী ভোটারদের হোম ভোটিং এর মাধ্যমে বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে। সোমবার মোহনপুর মহকুমা শাসকেথ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানান মহকুমা শাসক তথা এআরও সুভাষ দত্ত।
আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা এলাকার ১ নং সিমনা,২ নং মোহনপুর এবং ৩ নং বামুটিয়া বিধানসভা এলাকাতে হোম ভোটিং প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যে সমস্ত ভোটাররা বার্ধক্য জনিত কারণে, শারীরিক অসুস্থতার কারণে এবং প্রতিবন্ধী হবার কারণে পুলিং স্টেশনে এসে ভোট দিতে পারবেন না তাঁদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল নির্বাচন কমিশন। এদিন মহকুমা শাসক সুভাষ দত্ত বলেন ১০ তারিখ গোটা মহকুমা এলাকাতে তিনটি বিধানসভাতে এই কর্মসূচি শুরু হবে। কর্মসূচি গুলো বাস্তবায়নের ক্ষেত্রে ২১ টি সেক্টর গঠন করা হয়েছে। যার মধ্যে সেক্টর অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার,মাইক্রো অবজারভার, ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা কর্মীরা থাকবেন বলে জানিয়েছেন মহকুমা শাসক। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে ভোটারদের বাড়িতে গিয়ে ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করে এই ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। ভোট গ্রহণের সময় উপস্থিত থাকবেন নিরাপত্তা কর্মীরা। গোটা এলাকা থেকে এই ভোট গ্রহণ করার পর মহকুমা শাসক কার্যালয়ে এনে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট পেপার গুলো সারিবদ্ধভাবে বাক্সবন্দী এবং সিল করা হবে বলে জানিয়েছেন তিনি। এই কর্মসূচিতে সাংবাদিকরাও উপস্থিত থাকার জন্য আহবান করলেন মহকুমা শাসক তথা এআরও সুভাষ দত্ত।
What's Your Reaction?