TFTI-র শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত মুখ্যমন্ত্রী
রাজ্যের ফিল্ম ইনস্টিটিউটকে একটি অন্যতম জায়গায় নিয়ে যেতে হবে। আহ্বান মুখ্যমন্ত্রী।
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের কোর্স শেষে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হল। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন। আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এই শংসাপত্র প্রদান অনুষ্ঠান।
রাজ্যে বহু প্রত্যাশা নিয়ে ২০২২ সালে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছিল। যেসব শিক্ষার্থী এই কোর্সে যুক্ত হয়েছিলেন, তাদেরকে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার শংসাপত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানান, এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারের ৯০ শতাংশ আর্থিক সহযোগিতা রয়েছে। সরকার চায় এখান থেকে মানসম্মত কিছু সৃষ্টি হোক। মুখ্যমন্ত্রী আহ্বান জানান, এই প্রতিষ্ঠানে সকলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকুক। মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরপূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই প্রথম এই ধরনের ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে তিনি বলেন, শুধুমাত্র শংসাপত্র প্রদানই যেন প্রধান উদ্দেশ্য না হয়; বরং শিক্ষার্থীরা যেন আক্ষরিক অর্থে ভালো কিছু শিখতে পারে, সেই লক্ষ্য নিয়ে কাজ করা উচিত।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং কালচারাল কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তীর মতো অন্যান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
What's Your Reaction?