পৃষ্ঠাপ্রমোখ হচ্ছে মন্ডলের মেরুদন্ড, মোহনপুরে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

যে কোন মন্ডলের মেরুদণ্ড হচ্ছে পৃষ্ঠা প্রমুখ। এই পৃষ্ঠা প্রমুখরা সঠিকভাবে কাজ করলে জয় নিশ্চিত। মোহনপুরে বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

Dec 14, 2025 - 23:37
 0  19
পৃষ্ঠাপ্রমোখ হচ্ছে মন্ডলের মেরুদন্ড, মোহনপুরে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী
২ নং মোহনপুর মন্ডল ভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে ঐক্যের বার্তা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বিজেপির পৃষ্ঠা প্রমুখদের মন্ডল কমিটির মেরুদণ্ড বলে আখ্যায়িত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার ২ নং মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে স্থাপন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন তিনি। পাশাপাশি দোলের কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

           দুই নং মোহনপুর বিধানহভার সমস্ত বুথের পৃষ্ঠা প্রমুখ, বুথ সভাপতি এবং মোর্চার নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলন। মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব‌ এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। 

              এ দিনের সভায় কমিউনিস্টদের তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন কমিউনিস্টদের বইয়ের প্রথম পাতাতেই লেখা রয়েছে আমরা গণতন্ত্র মানি না। এরপরেও বর্তমানে বাধ্য হয়ে গণতন্ত্রের বুলিয়াওরান তথাকথিত কমিউনিস্ট নেতারা। এর প্রক্ষান্তরে দলকে আরো মজবুত করতে দলের পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে, বুথ সভাপতি, মোর্চার সভাপতি, মন্ডল সভাপতি প্রত্যেকের মাঝে বিশ্বাসের একটি বন্ধন রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিশ্বাস যত মজবুত হবে দল তত মজবুত হবে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

         অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন ৩৫ বছর রাজ্যের মানুষ বামেদের সুযোগ দিয়েছিল। এই ৩৫ বছরের মধ্যে রাজ্যের মহিলা, দরিদ্র, এবং যুবকদের জন্য কিছুই করিনি এরা। তিনি বামেদের উদ্দেশ্যে বলেন তারা বরাবর ভারতবিরোধী রাষ্ট্রবিরোধী। ভারতের ভবিষ্যতের জন্য কমিউনিস্ট পার্টি একেবারেই যোগ্য নয়। কমিউনিস্ট পার্টির অন্তিম লক্ষ্য মাওবাদী এবং পলিটব্যুরোর। এদের কাছ থেকে রাজ্যের মানুষকে দূরে থাকার পরামর্শ দিলেন বিপ্লব। 

অন্যদিকে দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন রতলাল নাথের রাজনীতির ময়দান থেকে সর্বক্ষেত্রে যে পরিমাণ জোস নিয়ে কাজ করছেন সেটিকে টিকিয়ে রাখার দায়িত্ব প্রত্যেকটি বিজেপি কর্মীর। আগামী দিনে এই মোহনপুর বিধানসভাকে আরো শক্তিশালী করার উপর জোর দেবার পরামর্শ দিয়েছেন রাজিব ভট্টাচার্য। 

এদিন পৃষ্ঠা প্রমুখ এবং মোর্চার নেতৃত্বদের সাথে সরাসরি মতবিনিময় করেছেন মুখ্যমন্ত্রী, রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা ।

‌ সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সম্পাদক অমিত রক্ষিত, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী, সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow