প্রতি হাতে কাজ- নেশাহীন সমাজ এই স্লোগানকে সামনে রেখে আগরতলায় বাম যুব সংগঠনের রেলি
নেশা এবং কর্মসংস্থান ইস্যুতে দেশের সরকারকে কাঠগড়ায় তুললেন মানিক সরকার

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-"প্রতি হাতে কাজ এবং নেশা হীন সমাজ" এই শ্লোগানকে সামনে রেখে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের উদ্যোগে আগরতলা রাজপথে এক মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চমোনিতে গিয়ে সমাপ্ত হয় এই মিছিল। মিছিল থেকে দাবি পূরণের আওয়াজ তুললেন প্রাক্তন মুখ্য মন্ত্রী সিপিআইএম রাজ্য সম্পাদক।
রাজ্যের নেশার রমরমা প্রতিদিন বেড়েই চলেছে। এই নেশাকে কেন্দ্র করে প্রতিদিন বহু যুবক যুবতী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বামেদের দুটি যুব সংগঠন এই সমস্যা প্রতিহত করতে শুক্রবার রাজপথে হাঁটলো। এইদিন প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত পথসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সরকারের তীব্র সমালোচনা করেন। বেকারদের কর্মসংস্থানের দাবিতে এদিন জোরালো দাবি করলেন মানিক সরকার। তিনি আহ্বান করেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে পরাজিত করতে। এই জায়গায় পৌঁছতে হলে যুব সংগঠনের নেতৃত্বদের মানিক সরকার পরামর্শ দিলেন মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝিয়ে সাংগঠনিক কর্মসূচিতে যুক্ত করতে।
What's Your Reaction?






