মোহনপুরে মোমের আগুন থেকে অগ্নিদগ্ধ হয়ে প্রয়াত যুবতী

মোহনপুরের তারানগর গ্রামে নিজ বাড়িতেই অগ্নিগদ্ধ হয় যুবতী কোয়েল মন্ডল। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবশেষে শারীরিক যন্ত্রণার কাছে পরাস্ত হয় কোয়েল।

Aug 27, 2025 - 23:58
Aug 28, 2025 - 00:34
 0  56
মোহনপুরে মোমের আগুন থেকে অগ্নিদগ্ধ হয়ে প্রয়াত যুবতী
বড়বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে জিবিপি হাসপাতালের চিকিৎসা ধিন অবস্থায় প্রয়াত কোয়েল মন্ডল।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- নিজ বাড়িতে মোমের আগুনে অগ্নিদগ্ধ হয়ে প্রয়াত হল যুবতী।জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কোয়েল মন্ডল (১৮)। তার বাড়ি মোহনপুরের তারানগর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে মোমের আগুনে অগ্নিদগ্ধ হয় কোয়েল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করে। কিন্তু জখম গুরুতর হওয়ায় শেষ রক্ষা হলো না। চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে বৃথা করে প্রয়াত হল কোয়েল। জানা গেছে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল। যদিও চিকিৎসার পর তার অবস্থা অনেকটাই স্থিতিশীল ছিল। বর্তমানে মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রী ছিল কোয়েল। তার অকাল প্রয়াণে বাকরুদ্ধ পরিবারসহ স্থানীয় জনগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow