পরিকাঠামো থাকলেও নেই পরিশ্রুত পানীয় জল জল, নিরাশ জনতা
বামুটিয়া এলাকায় পরিশ্রুত পানীয় জলের অভাবে সমস্যার সম্মুখীন জনতা
দ্যা ফ্যাক্ট:- ওয়াটার পাম্প,আয়রন রিমুভার প্লান্ট, পাইপলাইন এবং বাড়িতে জলের ট্যাপ সমস্ত কিছু রয়েছে। তারপরেও পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না সাধারণ মানুষ। ঘটনা বামুটিয়া ব্লকের অন্তর্গত উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে।
বামুটিয়া বাজার থেকে জলিলপুর যাওয়ার পথে রাস্তার পাশের ওয়াটার পাম্প থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জল সরবরাহ করা হয়। বহু বছর আগে এই পাম্পটি স্থাপন করা হয়েছিল। এই জলের পাম্প থেকে বামুটিয়া বাজার, ভোগজোড়, বড় আমতলী সহ বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। প্রায় ১০ বছর আগে এই ওয়াটার পাম্পের সাথেই একটি আইরন রিমুভার প্লান্ট স্থাপন করা হয়েছিল। কিন্তু আক্ষেপের বিষয় এখন পর্যন্ত এই আয়রন রিমুভার প্লান্ট ব্যবহার করা হয়নি।
এরো আগে আরো একটি আয়রন রিমুভার প্লান্ট বসানো হয়েছিল। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই বিষয়ে দপ্তরের সাথে যোগাযোগ করে জানা যায় যে বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে এই ওয়াটার পাম্পে বিদ্যুৎ সংযোগ এসছে তা থেকে এই আয়রন রিমুভার প্লান্ট চালানো সম্ভব না। নতুন বিদ্যুতের ট্রান্সফর্মার বসিয়ে এই আয়রনের প্লান্ট থেকে পরিষেবা দিতে হবে। স্থানীয়দের দাবি আইরন মুক্ত পরিশ্রুত পানীয় জল মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর।
What's Your Reaction?